Joy Jugantor | online newspaper

এখনই অবসরের সিদ্ধান্ত নিচ্ছেন না ধোনি

ডেস্ক রির্পোট

প্রকাশিত: ১৫:৩৪, ২৫ মে ২০২৩

এখনই অবসরের সিদ্ধান্ত নিচ্ছেন না ধোনি

এখনই অবসরের সিদ্ধান্ত নিচ্ছেন না ধোনি

আইপিএল শুরুর আগে থেকেই ঘুরেফিরে আসছে প্রশ্নটা। প্রতিযোগিতাটি শেষ পর্যায়ে থাকায় আগ্রহ আরও চরমে। এবারই কি তাহলে শেষবার আইপিএল খেলছেন মহেন্দ্র সিং ধোনি? মঙ্গলবার চেন্নাই সুপার কিংস ফাইনালে ওঠার পরও একই প্রশ্নের মুখে পড়তে হলো এই উইকেটকিপারকে। যদিও ভবিষ্যৎ স্পষ্ট করলেন না চেন্নাই অধিনায়ক।

এবারের আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে গুজরাট টাইটানসকে ১৫ রানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে চেন্নাই। এ নিয়ে রেকর্ড দশমবার টি-টোয়েন্টি প্রতিযোগিতাটির শিরোপা নির্ধারণী ম্যাচে উঠলো ধোনির দল। এবার লক্ষ্য পঞ্চম শিরোপা জয়ের।

তারপরই কি ধোনির বিদায়? গুজরাটকে হারানো পর প্রশ্নটা আবার উঠলো। যদিও ভারতীয় সাবেক অধিনায়ক জানালেন, এখনই তিনি অবসরের ব্যাপারে সিদ্ধান্ত নিতে চান না। আরও কয়েক মাস পর জানাবেন ভবিষ্যতের কথা।

ফাইনাল নিশ্চিতের পর পুরস্কার বিতরণী মঞ্চে ধোনির সামনে আসে প্রশ্নটি। ধারাভাষ্যকার হার্শা ভোগলের প্রশ্ন, ‘এবারই কি চেন্নাইয়ের জার্সিতে শেষবার দেখা যাচ্ছে তোমাকে?’ মুচকি হেসে ধোনির জবাব, ‘প্রশ্নটা হওয়া উচিত আসলে আমাকে আর চেন্নাইয়ের মাঠে খেলতে দেখা যাবে কিনা।’

হার্শা ভোগলে পরে সেভাবেই প্রশ্নটা করেন ধোনিকে। তখন চেন্নাই অধিনায়কের উত্তর, ‘আমি জানি না পরের বছর ফিরবো কিনা (আইপিএলে)। এখনও সিদ্ধান্ত নিতে ৮ থেকে ৯ মাস সময় আছে।’

ধোনি সঙ্গে যোগ করেন, ‘ডিসেম্বরে আবার ছোট নিলাম আছে (আইপিএলের)। আমি সাধারণত জানুয়ারি মাস থেকে আমার প্রস্তুতি শুরু করি। এখন অন্য কোথাও খেলি না বলে সময় বেশি লাগে প্রস্তুতির। সে কারণে এখন এত কিছু ভাবতে চাইছি না।’

তবে খেলোয়াড় হিসেবে না থাকলেও আইপিএলে ঠিকই থাকবেন ধোনি। আর সেটা চেন্নাইয়ের সঙ্গেই। হলুদ জার্সির সমর্থকদের আশ্বস্ত করলেন তিনি এভাবে, ‘আমি সবসময় চেন্নাইয়েই থাকবো। সেটা খেলোয়াড় হিসেবে হতে পারে, আবার অন্য কোনও ভূমিকাতেও হতে পারে।’