Joy Jugantor | online newspaper

শান্ত-লিটনের ব্যাটে বড় লক্ষ্য দিল বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৩:৪৩, ১৪ মার্চ ২০২৩

শান্ত-লিটনের ব্যাটে বড় লক্ষ্য দিল বাংলাদেশ

ছবি সংগৃহীত

চলতি ইংল্যান্ড সিরিজে ব্যাট হাতে ভালো সময় যাচ্ছিল না লিটন দাসের। তবে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে ঝড় তোলেন লিটন। এছাড়া নাজমুল হোসেন শান্ত করেছেন অপরাজিত ৪৭ রান। এই দুই জনের ব্যাটে চড়ে ইংল্যান্ডকে ১৫৯ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ। 

মঙ্গলবার মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে হোয়াইটওয়াশের লক্ষ্যে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। শুরু থেকেই টাইগার দুই ওপেনারের ব্যাটে এগোতে থাকে দল। তবে দলীয় ৫৫ রানের মাথায় ব্যক্তিগত ২৪ রান করে ফিরে যান রনি তালুকদার। এরপর তিনে নামা নাজমুল হেসেন শান্তকে নিয়ে লড়তে থাকেন লিটন।

অবশ্য অর্ধ-শতকের পরই ফিরে যেতে পারতেন লিটন তবে লিটনের সহজ সেই ক্যাচ ছেড়ে দেন বেন ডাকেট। এরপরই শুরু হয় লিটনের চার-ছক্কার ফুলঝরি। অন্যপ্রান্তে শান্তও ব্যাট চালাতে থাকেন। তবে লিটন থেমে যান ৭৩ রানের মাথায়, ক্রিস জর্ডানের বলে ক্যাচ আউট হয়ে। 

১৩৯ রানে ২ উইকেট হারানোর পর দলের দায়িত্ব নিতে মাঠে নেমে পড়েন সাকিব আল হাসান। তবে ব্যাট হাতে খুব বেশি কিছু করতে পারেননি টাইগার অধিনায়ক। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে বাংলাদেশ।