Joy Jugantor | online newspaper

অ্যাপলকে ১১ কোটি ৫৫ লাখ ডলার জরিমানা করল ইতালি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:২৩, ২৫ ডিসেম্বর ২০২৫

অ্যাপলকে ১১ কোটি ৫৫ লাখ ডলার জরিমানা করল ইতালি

অ্যাপলকে ১১ কোটি ৫৫ লাখ ডলার জরিমানা করল ইতালি

অ্যাপ স্টোরের প্রাইভেসি লঙ্ঘনের অভিযোগে আইফোন নির্মাতা কোম্পানি অ্যাপলকে ১১ কোটি ৫৫ লাখ ডলার জরিমানা করেছে ইতালির নিয়ন্ত্রক সংস্থা।সোমবার (২২ ডিসেম্বর) ইতালির প্রতিযোগিতা বিষয়ক কর্তৃপক্ষ বা এজিসিএম বলেছে, মোবাইল অ্যাপ বাজারে প্রভাবশালী অবস্থানের অপব্যবহারের অভিযোগে অ্যাপল ও কোম্পানিটির দুটি বিভাগকে ১১ কোটি ৫৫ লাখ ৩০ হাজার ডলার জরিমানা করেছে তারা।সংস্থাটি আরও বলেছে, অ্যাপলের বিরুদ্ধে অ্যাপ স্টোরের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ-এর আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে, যেখানে থার্ড-পার্টি ডেভেলপারদের সঙ্গে ব্যবসার ক্ষেত্রে নিজেদের একচেটিয়া আধিপত্য বা ‘নিরঙ্কুশ প্রভাব’ ধরে রেখেছে কোম্পানিটি। ইতালির জরিমানার বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি অ্যাপল।

২০২৩ সালের মে মাসে এ প্রযুক্তি জায়ান্টের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল ইতালির নিয়ন্ত্রক সংস্থাটি। তাদের দাবি, ২০২১ সালের এপ্রিল থেকে থার্ড-পার্টি অ্যাপ ডেভেলপারদের ওপর ‘খুব কঠোর প্রাইভেসি নীতি’ চাপিয়ে দিয়ে তাদের ক্ষতিকরেছে অ্যাপল।এজিসিএম বলেছে, থার্ড-পার্টি ডেভেলপারদের জন্য বিশেষ এক নিয়ম বাধ্যতামূলক করেছে মার্কিন প্রযুক্তি কোম্পানিটি। ফলে ওই ডেভেলপারদের বিজ্ঞাপন বা ডেটা সংগ্রহের জন্য ব্যবহারকারীর কাছ থেকে আলাদাভাবে অনুমতি নিতে হয়। এ প্রক্রিয়াটি এমন এক পপ-আপ স্ক্রিনের মাধ্যমে হয়, যাকে বলে ‘অ্যাপ ট্র্যাকিং ট্রান্সপারেন্সি’ বা এটিটি প্রম্পট।এক বিবৃতিতে নিয়ন্ত্রক সংস্থাটি বলেছে, “এটিটি পলিসির বিভিন্ন শর্ত একতরফাভাবে অন্যদের ওপর চাপিয়ে দিয়েছে অ্যাপল।

এগুলো অ্যাপলের ব্যবসায়িক পার্টনার বা অ্যাপ নির্মাতাদের স্বার্থের জন্য ক্ষতিকর এবং প্রাইভেসি রক্ষার উদ্দেশ্য এমনটি কারার যে দাবি করেছে কোম্পানিটি তার সঙ্গে এই প্রক্রিয়াটি সংগতিপূর্ণ নয়। আর এ পুরো প্রক্রিয়াটি প্রাইভেসি রক্ষা সংক্রান্ত প্রচলিত আইনের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ নয়।”সংস্থাটি আরও যোগ করেছে, সাধারণত একবার অনুমতি নিলেই ডেটা সংগ্রহ বা ট্র্যাকিংয়ের কাজ হওয়ার কথা। তবে অ্যাপলের নিয়মের কারণে একই জিনিসের জন্য বারবার অনুমতি চাইতে হত ডেভেলপারদের। এতে ব্যবহারকারীরা বিরক্ত হয়ে প্রায়ই অনুমতি বাতিল করে দিতেন। শেষ পর্যন্ত অ্যাপ নির্মাতাদেরই ক্ষতি হত।ইতালির নিয়ন্ত্রক সংস্থাটি বলেছে, তাদের এ তদন্ত প্রক্রিয়াটি অত্যন্ত জটিল ছিল এবং ইউরোপীয় কমিশন ও অন্যান্য আন্তর্জাতিক প্রতিযোগিতা নিয়ন্ত্রক বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করেছে তারা।