Joy Jugantor | online newspaper

চাঁদাবাজির অভিযোগে দাউদ ইব্রাহিম ঘনিষ্ঠ ব্যবসায়ী গ্রেপ্তার

ডেস্ক রির্পোট

প্রকাশিত: ১৮:১২, ২৭ সেপ্টেম্বর ২০২২

চাঁদাবাজির অভিযোগে দাউদ ইব্রাহিম ঘনিষ্ঠ ব্যবসায়ী গ্রেপ্তার

ফাইল ছবি।

আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম ঘনিষ্ঠ ব্যবসায়ী রিয়াজ ভাটিকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। চাঁদাবাজির অভিযোগে সোমবার (২৬ সেপ্টেম্বর) ওই ব্যবসায়ীকে মুম্বাইয়ের পশ্চিম আন্ধেরি এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশের চাঁদাবাজি দমন শাখা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারসোভা থানায় রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেন এক ব্যবসায়ী। অভিযোগে তিনি বলেন, তাকে হুমকি দেওয়া হয়। একইসঙ্গে ৩০ লাখ টাকার একটি গাড়ি ও নগদ সাড়ে ৭ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

এই ঘটনায় দায়ের করা এফআইআরের ভিত্তিতেই ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এফআইআরে নাম রয়েছে দাউদ ঘনিষ্ঠ ছোটা শাকিল ও শাকিলের আত্মীয় সালিম ফ্রুটেরও।

পুলিশ জানিয়েছে, আগেও একাধিক অভিযোগের ভিত্তিতে রিয়াজকে গ্রেপ্তার করা হয়েছিল। জোর করে জমি দখল, গুলি চালানোর মতো একাধিক অভিযোগ ছিল তার বিরুদ্ধে। ২০১৫ ও ২০২০ সালে ভুয়া পাসপোর্ট ব্যবহার করে দেশ ছেড়ে পালানোর ছক কষেছিলেন বলেও রিয়াজের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।