
ছবি- জয়যুগান্তর।
প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চতুর্থধাপে উপহার হিসেবে দুই শতক জমিসহ একটি করে নতুন ঘর পেয়েছেন জয়পুরহাটের কালাই উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবার। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মাধ্যমে যুক্ত হয়ে সারাদেশে এসব ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন এবং উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত করেন।
এরই অংশ হিসেবে কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচিত ভূমিহীন ও গৃহহীন ২৫ পরিবারের হাতে নতুন ঘরের দলিলপত্র এবং চাবি হস্তান্তর করা হয়।
কালাইয়ের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আরা তিথির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি মিনফুজুর রহমান মিলন।
উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবানা আক্তার, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও মাত্রাই ইউপি চেয়ারম্যান আ ন ম শওকত হাবিব তালুকদার লজিক, জিন্দারপুর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, আহম্মেদাবাদ ইউপি চেয়ারম্যান আলি আকবর, বীর মুক্তিযোদ্ধা বাবু মুনিষ চৌধুরী, উপজেলার সকল দপ্তরের প্রধান, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য বক্তিরা উপস্থিত ছিলেন।