Joy Jugantor | online newspaper

নীলগাই জবাই করে দিলেন গ্রামবাসী 

 ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ০৮:৩৬, ১২ মে ২০২২

নীলগাই জবাই করে দিলেন গ্রামবাসী 

প্রতিকী ছবি।

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে বিলুপ্ত প্রায় প্রজাতির একটি নীলগাই জবাই করেছেন গ্রামবাসী।

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে উপজেলার ধর্মগড় ইউনিয়নের উত্তর মন্ডলপাড়া গ্রামবাসী নীলগাই জবাই করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধর্মগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম বলেন, ‘খবর পেলাম গ্রামবাসী একটি নীলগাই উদ্ধার করেছিল৷ গাইটি খুব অসুস্থ থাকায় জবাই করে দিয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি। ইতাোমধ্যে উপজেলা নির্বাহী অফিসার ইউএনওকে জানিয়েছি।’

তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় বাসিন্দা জানান, ঠাকুরগাঁও সীমান্তে বার বার নীলগাই আটক হয়। তবে অনেকে বলাবলি করেছেন, নীলগাইগুলো নাকি ভারতে ফিরিয়ে দেওয়া হয়। তাই রাগ করেই গ্রামবাসী জবাই করে দিয়েছেন।’ 

রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সোহেল সুলতান জুলকার নঈন কবি স্টীভ বলেন, ‘বিলুপ্তপ্রায় নীলগাই জবাই দেওয়া ঠিক হয়নি। তবে গ্রামের মানুষের বক্তব্য গাইটি খুব অসুস্থ ছিল।  খবর পেয়ে বন বিভাগের লোককে সেখানে পাঠানো হয়েছে। তারা ব্যবস্থা গ্রহণ করবেন।’