
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে
আগামী ২৯ জুলাই দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এমটিবি ন্যাশনাল এনভায়রনমেন্টাল অলিম্পিয়াড-২০২৩। পরিবেশ বিজ্ঞান বিষয়ে অধ্যায়নরত শিক্ষার্থীরা এই প্রতিযোগীতায় অংশ নেয়ার সুযোগ পাবেন। বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটি (বিপিএস) এই আয়োজন করছে।
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পরিচালক (শিক্ষা ও পেশাগত উন্নয়ন) এফ এম আশরাফুল আলম এ ঘোষণা দেন।
বিপিএসের পরিচালক এফ এম আশরাফুল আলম বলেন, আগামী ২১ জুলাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আঞ্চলিক পর্যায়ের এনভায়রনমেন্টাল অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। আঞ্চলিক পর্যায়ের বিজয়ীদের নিয়ে আগামী ২৯ জুলাই জাতীয় এনভায়রনমেন্টাল অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। একই দিনে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে এবং পুরষ্কার বিতরণ করা হবে। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিজ্ঞান বিষয়ে অধ্যায়নরত শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। এ বিষয়ে সোসাইটি প্রদত্ত নির্দিষ্ট লিংক থেকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। আগামী ১৯ জুলাই ২০২৩ পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এবং বিপিএস-এর উপদেষ্টা অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশে এই প্রথম বিশ্ববিদ্যালয় পর্যায়ে এনভায়রনমেন্টাল অলিম্পিয়াড অনুষ্ঠিত হতে যাচ্ছে যা পরবর্তী বছর থেকে আরও বড় পরিসরে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে একটি ন্যাশনাল এনভায়রনমেন্টাল রিসার্স ইন্সটিটিউট গঠন করার জন্য সরকারের প্রতি অনুরোধ করেন ড. মো. সিরাজুল ইসলাম।
এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটির নির্বাহী পরিচালক আবু জুবায়ের, পরিচালক (প্রশাসন ও অর্থ) শেখ আবু জাহিদ, নির্বাহী সদস্য আতিকুর রহমান মল্লিক, সুজিত রায়, চিফ অপারেটিং অফিসার, পিডিসিএ মো. জিয়াউর রহমান প্রমুখ।