জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে।এতে দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে এক বার্তায় জানিয়েছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন।
এর আগে, রোববার বিকেলে ঢাকা জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান জামায়াতে ইসলামীর আট দলের জোটের সঙ্গে নির্বাচনী সমঝোতায় এনসিপির যুক্ত হওয়ার কথা জানান।তবে এই জোটের বিরোধিতা করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে ৩০ জন নেতা স্মারকলিপি দিয়েছিলেন। একাধিক নেতা পদত্যাগও করেছেন।
