Joy Jugantor | online newspaper

পার্লামেন্টে বোরকা নিয়ে ব্যঙ্গ, অস্ট্রেলিয়ার সেই সিনেটর বরখাস্ত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২০:৩৩, ২৫ নভেম্বর ২০২৫

পার্লামেন্টে বোরকা নিয়ে ব্যঙ্গ, অস্ট্রেলিয়ার সেই সিনেটর বরখাস্ত

পার্লামেন্টে বোরকা নিয়ে ব্যঙ্গ, অস্ট্রেলিয়ার সেই সিনেটর বরখাস্ত


ব্যঙ্গ করার উদ্দেশ্যে বোরখা পরে পার্লামেন্টে প্রবেশ করা অস্ট্রেলিয়ার সিনেটর পলিন হ্যানসনের পদ এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। এই কাজের জন্য তার সহকর্মী সিনেটররা তাকে প্রকাশ্যে নিন্দা জানিয়েছেন এবং আনুষ্ঠানিকভাবে নিন্দা প্রস্তাব পাস করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

কুইন্সল্যান্ডের এই সিনেটর দীর্ঘদিন ধরে জনসমক্ষে পূর্ণ মুখ ঢাকা পোশাক পরিধান নিষিদ্ধ করার পক্ষে আন্দোলন করে আসছেন এবং এই উদ্দেশ্যেই তিনি পার্লামেন্টে বোরখা পরে উপস্থিত হন।সিনেটে তার বিলটি প্রত্যাখ্যান করায় প্রতিবাদ হিসেবে হ্যানসন দ্বিতীয়বারের মতো বোরখা পরে পার্লামেন্টে আসেন। সোমবার অন্যান্য আইনপ্রণেতারা তার বিলটি আনার বিরোধিতা করলে তিনি আবার কালো বোরকা পরিধান করে ফিরে আসেন।

হ্যানসনের এই কাজের জন্য অন্যান্য সিনেটররা তাকে তীব্র নিন্দা জানিয়েছেন। গ্রিনস দলের সিনেটর মেহরিন ফারুকি তাকে ‘স্পষ্টভাবে বর্ণবিদ্বেষী’ আখ্যা দিয়েছেন।পশ্চিম অস্ট্রেলিয়া রাজ্যের সিনেটর ফাতিমা পইম্যান এই ঘটনাকে ‘অপমানজনক’ বলে মন্তব্য করেছেন।পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং মঙ্গলবার হ্যানসনের বিরুদ্ধে একটি নিন্দা প্রস্তাব উত্থাপন করেন। তিনি দাবি করেন, হ্যানসন দীর্ঘ সময় ধরে প্রতিবাদ হিসেবে পক্ষপাতিত্ব প্রদর্শন করে আসছেন।

বিবিসি জানিয়েছে, প্রস্তাবটি ৫৫ ভোটের বিপরীতে ৫ ভোটে পাস হয়েছে। এতে বলা হয়েছে, হ্যানসনের এই কর্মকাণ্ড ধর্মীয় কারণে মানুষকে অপমান এবং হাস্যকর করার উদ্দেশ্যে ছিল এবং এটি মুসলিম অস্ট্রেলিয়ানদের প্রতি অসম্মানজনক। ওং একদিন আগেই দাবি করেছিলেন, হ্যানসন অস্ট্রেলিয়ান সিনেটের সদস্য হিসেবে যোগ্য নন।এদিকে, হ্যানসন তার ফেসবুকে এক পোস্টে লিখেছেন, যদি তারা আমাকে এটি পরতে দিতে না চায়, তবে বোরকা নিষিদ্ধ করুন। এর আগে তিনি ২০১৭ সালে প্রথমবার পার্লামেন্টে বোরকা পরে প্রবেশ করেছিলেন।