Joy Jugantor | online newspaper

তুষার ঝড় থেকে যে বার্তা দিলেন নুসরাত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৪:৫৪, ২৭ অক্টোবর ২০২১

আপডেট: ০৪:৫৫, ২৭ অক্টোবর ২০২১

তুষার ঝড় থেকে যে বার্তা দিলেন নুসরাত

সংগৃহীত ছবি

টালিউড অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান ও অভিনেতা যশ দাশগুপ্ত প্রায়ই সংবাদের শিরোনামে এসে থাকেন। ক’দিন আগেই আলোচিত এই তারকাদের জম্মু-কাশ্মীরের গাণ্ডেরওয়াল এলাকায় দেখা যায়। সেখান থেকে দু’জন তুষারপাতে দাঁড়িয়ে থাকা ছবি দিয়ে শীতের আগমনী বার্তা দিয়েছিলেন। কিন্তু এবার প্রেমের বার্তা দিলেন সাংসদ নায়িকা।

বুধবার (২৭ অক্টোবর) সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে তুষার ঝড়ে দাঁড়িয়ে থাকা একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী নুসরাত। আর সেই ছবিটি তুলে দিয়েছেন যশ দাশগুপ্ত।

ছবিতে নুসরাতকে দেখা যাচ্ছে গায়ে পাফার জ্যাকেট, হাতে গ্ল্যাভস আর তুষার ঝড় থেকে নিজেকে রক্ষার জন্য মাথায় ছাতা। এ কারণে সাংসদকে স্পর্শ করতে পারেনি তুষার। আর এ ছবিতেই নেটিজেনদের নজর কেরেছেন নায়িকা।

অভিনেত্রী ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, তুষার কণা যদি চুম্বন হয়, তাহলে তোমার জন্য রইলো তুষার ঝড়’। আর ফটো ক্রেডিটে লিখেছেন যশের নাম। তবে তার নামের আগে লেখা ‘প্রিয়’।