Joy Jugantor | online newspaper

ট্রিলিয়ন ডলারের কোম্পানি টেসলা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৩:১৩, ২৭ অক্টোবর ২০২১

ট্রিলিয়ন ডলারের কোম্পানি টেসলা

ছবি: সংগৃহীত

ইলন মাস্কের ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এখন এক ট্রিলিয়ন ডলারের কোম্পানি। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের ক্ষেত্রে টেসলা প্রথম এ মাইলফলক অর্জন করল। রেন্টাল গ্রুপ হার্টস এক লাখ টেসলা মডেল ৩ সেডানের কার্যাদেশ দেওয়ার পর টেসলার বাজারমূল্য ট্রিলিয়ন ডলারে পৌঁছায়। সোমবার মধ্য দিবসে টেসলার শেয়ারের পরিমাণ ৯.৮৪ শতাংশ বেড়ে শেয়ারপ্রতি দাম ৯৯৮.৭৪ ডলারে উন্নীত হয়, যা গত বছরের একই দিনের তুলনায় ৪০ শতাংশেরও বেশি। বাজার বিশ্লেষক ড্যান আইভস বলেন, ট্রিলিয়ন ডলারের এ ভ্যালুয়েশনে হার্টজ চুক্তিটি অগ্রণী ভূমিকা পালন করেছে। একই সঙ্গে এটি বোঝা যাচ্ছে যে, বিশ্বব্যাপী অটোমোবাইল খাতে ইলেকট্রিক ভেহিকল রূপান্তরের চাহিদা দ্রুতগতিতে বেড়েই যাচ্ছে।