Joy Jugantor | online newspaper

কোটা সংস্কার দাবি

বগুড়ায় শজিমেক শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬:৫৩, ১৬ জুলাই ২০২৪

বগুড়ায় শজিমেক শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

কোটা সংস্কারের দাবিতে ক্লাস বর্জন করে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শজিমেক শিক্ষার্থীরা।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ এবং হামলার ঘটনায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) শিক্ষার্থীরা কলেজের সামনে বিক্ষোভ করে বগুড়া-রংপুর মহাসড়ক অবরোধ করেছে।

এক ঘণ্টা ধরে এই অবরোধ চলার একপর্যায়ে পুলিশ তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছে। শজিমেক ফাঁড়ির ইনচার্জ মিলাদুননবী বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শজিমেক এর শিক্ষার্থীরা বিক্ষোভ করে বগুড়া-রংপুর মহাসড়ক অবরোধ করে। এরপর তারা বিভিন্ন শ্লোগান দিতে থাকে। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়।

শজিমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মিলাদুননবী জানান, তারা এক ঘণ্টা অবরোধ করার পর সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এর আগে সোমবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে কলেজ চত্বরে বিক্ষোভ করে সাধারণ শিক্ষার্থীরা। এ কর্মসূচি ঘণ্টাব্যাপী চলে।