Joy Jugantor | online newspaper

ট্রাকচাপায় বৃদ্ধ নিহত 

ডেস্ক রিপোর্ট 

প্রকাশিত: ০৭:৩৩, ২০ মে ২০২২

ট্রাকচাপায় বৃদ্ধ নিহত 

সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় অমূল্য কর (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

অমূল্য কর ওই ইউনিয়নের দিঘীরপাড় এলাকার মৃত প্রকাশ করের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, অমূল্য কর শাহবাজপুর বাজারে যাওয়ার পথে বেপরোয়া গতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

খাটিহাতা হাইওয়ে থানার ওসি সুখেন্দু বসু দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।