Joy Jugantor | online newspaper

গাড়ির ধাক্কায় নারী ও শিশুর মৃত্যু

 সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত: ০৪:৩৭, ১৮ মে ২০২২

গাড়ির ধাক্কায় নারী ও শিশুর মৃত্যু

সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি।

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় শিশুসহ দুই ভ্যানযাত্রী নিহত হয়েছেন।

এ ঘটনায় নিহত শিশুটির মা আকলিমা খাতুন ও নানি রহিমা খাতুনসহ তিনজন আহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন— সিরাজগঞ্জ সদর উপজেলার সদানন্দপুর গ্রামের নাজমুল হোসেন মেয়ে আয়েশা সিদ্দিকা (৬) ও একই গ্রামের রোজিনা সুলতানা (৩৭)। 

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি অজ্ঞাত গাড়ি মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় একটি যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানে থাকা ৫ যাত্রীর মধ্যে এক শিশুসহ দুজন নিহত হন। আহত হন অন্তত তিনজন। পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেয়।