
দিনাজপুরের হিলি স্থলবন্দর।
ভারতের অভ্যন্তরে স্থলবন্দরের প্রধান সড়কে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক বিকল হয়ে পড়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বন্দরের ভেতরের অন্যান্য সকল কার্যক্রম চালু রয়েছে।
বুধবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে বন্দর দিয়ে দু‘দেশের মাঝে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়। এর আগে সকাল থেকে বন্দর দিয়ে ৩৬টি পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশ করে।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বলেন, বুধবার সকাল সাড়ে ১১টায় ভারত থেকে আমদানিকৃত পাথরবাহী একটি ট্রাক দেশে প্রবেশের প্রাক্কালে সীমান্তের শূন্যরেখার ভারত অংশে বিকল হয়ে পড়ে। বন্দরের একমাত্র সড়কে ট্রাকটি বিকল হয়ে পড়ায় ওই সময় থেকে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়। মিস্ত্রি এসে বিকল ট্রাকটি মেরামতের চেষ্টা চালাচ্ছেন। তবে ট্রাকের পাতি ভেঙ্গে যাচ্ছে এতে করে ঠিক করতে বেশ সময় লাগবে। তবে বিকল্প উপায়ে বিকল ট্রাকটি সরিয়ে পেঁয়াজবাহী ট্রাকগুলো দেওয়ার চেষ্টা করছেন ভারতীয় ব্যবসায়ীরা।