Joy Jugantor | online newspaper

শিবগঞ্জে আ.লীগের নির্বাচনী যৌথসভা 

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ০৬:১৩, ১৫ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ০৬:৪০, ১৫ সেপ্টেম্বর ২০২১

শিবগঞ্জে আ.লীগের নির্বাচনী যৌথসভা 

বগুড়ার শিবগঞ্জে আওয়ামী লীগের আগামী ইউপি নির্বাচনের প্রার্থী বাছাই এবং নির্বাচন সংক্রান্ত বিষয়ে বিশেষ যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে  উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে  শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ  সভা করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক।

উপস্থিত ছিলেন  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা,  পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা আ.লীগের সহসভাপতি আব্দুল লতিফ, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল আলম মাস্টার,  সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক এমদাদ, প্রকৌশলী আব্দুল মান্নান, রেজাউল করিম চঞ্চল, ইউপি চেয়ারম্যান  এবিএম নাজমুল কাদির শাহজাহান চৌধুরী, মহিদুল ইসলাম, এসএম রুপম, আব্দুল হাই প্রধান, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুস সাত্তারসহ আরো অনেকে।