
শাজাহানপুরে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হচ্ছে।
যথাযোগ্য মর্যাদায় বগুড়ার শাজাহানপুর উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। রোববার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, নীরবতা পালন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে দিনটি পালন করা হয়।
দিবসের প্রথম প্রহরের শুরুতেই উপজেলা প্রশাসন, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন, বিএনপি ও অঙ্গ সংগঠন, শাজাহানপুর সাংবাদিক ঐক্য পরিষদ, দুর্নীতি প্রতিরোধ কমিটি, মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, আদিবাসি ছাত্র পরিষদ, মকবুল হোসেন স্মৃতি পাঠাগারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।
এ সময় উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদ, ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ্ আল মামুন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি দিলীপ কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক তালেবুল ইসলামসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।