সোনাতলায় বিস্ফোরক মামলায় হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ গ্রেপ্তার
বগুড়ার সোনাতলায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় বালুয়াহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি বালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ছিলেন বলে জানা গেছে।শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যার পর সোনাতলা উপজেলার বালুয়াহাট এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। থানা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৬ আগস্ট সোনাতলা থানায় একটি বিস্ফোরক মামলা দায়ের করা হয়।
ওই মামলার নম্বর ১০ এবং আব্দুল ওয়াহেদ এজাহারনামীয় আসামি ছিলেন।পুলিশ জানায়, মামলার দীর্ঘ তদন্তের পর শনিবার সন্ধ্যায় পুলিশের একটি আভিযানিক দল তাকে আটক করে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে রোববার (২৮ ডিসেম্বর) সকালে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সোনাতলা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, বিস্ফোরক মামলায় এজাহারভুক্ত আসামি হওয়ায় আব্দুল ওয়াহেদকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।ঘটনাটি নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
