মানিকদিপা যুব কল্যাণ ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চাঁদবাড়িয়া মানব কল্যাণ একাদশ
বগুড়ার শাজাহানপুর উপজেলায় মানিকদিপা যুব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৩টায় মানিকদিপা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ফুলকোট ফুটবল বল একাদশকে ২-০ গোলে পরাজিত করে চাঁদবাড়িয়া মানব কল্যাণ ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৭ নির্বাচনী কমিটির আড়িয়া ইউনিয়ন শাখার উপদেষ্টা ও ন্যাশনাল সীডস কোম্পানি চেয়ারম্যান শাহাদাত হোসেন।
আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন বিশিষ্ট ঠিকাদার আব্দুর রশিদ।প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা এ টি এম শহিদুল ইসলাম (শহিদ),ইউপি সদস্য মানিকদিপা দারুস সুন্নাহ দাখিল মাদরাসার সভাপতি আব্দুল বাছেদ রঞ্জু।বিশেষ অতিথি ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এ্যাড: গোলাম মোস্তফা (মজনু), আড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোহসিন আলী,বগুড়া জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান মাসুম,আড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সেলিম রানা টিপু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
