Joy Jugantor | online newspaper

ধুনটে হরিবাসরে জানে আলম খোকার অর্থ সহায়তা,

প্রতিনিধির মাধ্যমে প্রদান

রবিউল হাসান ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৭, ২৭ ডিসেম্বর ২০২৫

প্রতিনিধির মাধ্যমে প্রদান

ধুনটে হরিবাসরে জানে আলম খোকার অর্থ সহায়তা, প্রতিনিধির মাধ্যমে প্রদান

বগুড়ার ধুনট উপজেলার সরকারপাড়া হরিবাসরে অর্থ সহায়তা প্রদান করেছেন বিএনপি নেতা ও সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা। খোকার পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন ধুনট উপজেলা যুবদলের নেতা ফিরোজ মাহমুদ ।  ধুনট উপজেলা যুবদল  নেতা ফিরোজ মাহমুদ বলেন,  হরিবাসর আমাদের গ্রামীণ ঐতিহ্য ও ধর্মীয় সংস্কৃতির এক অপূর্ব মিলনমেলা। এখানে মানুষের আত্মিক প্রশান্তি ও সামাজিক বন্ধনের চিত্র ফুটে ওঠে।

আমাদের নেতা আলহাজ্ব জানে আলম খোকার পক্ষ থেকে এই আয়োজনকে সহযোগিতা করতে পেরে আমরা গর্বিত। ভবিষ্যতেও এমন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি।”এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মানুষ। সহায়তা পেয়ে আয়োজকরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানে আলম খোকার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেনএ ধরনের মহতী উদ্যোগে এলাকার মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।