Joy Jugantor | online newspaper

বগুড়ায় ইয়ুথ বিল্ডআপ কমিউনিটির বর্ষ পূর্তিতে গ্র্যান্ড সেলিব্রেশন

বগুড়া প্রতিনিধি : 

প্রকাশিত: ২১:০৩, ২৫ ডিসেম্বর ২০২৫

বগুড়ায় ইয়ুথ বিল্ডআপ কমিউনিটির বর্ষ পূর্তিতে গ্র্যান্ড সেলিব্রেশন

বগুড়ায় ইয়ুথ বিল্ডআপ কমিউনিটির বর্ষ পূর্তিতে গ্র্যান্ড সেলিব্রেশন

ইয়ুথ বিল্ডআপ কমিউনিটি (ওয়াইবিসি)-এর দুই বছর পূর্তি উপলক্ষে বগুড়ায় জাঁকজমকপূর্ণ গ্র্যান্ড সেলিব্রেশন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) শহরের একটি রেস্টুরেন্টে সংগঠনটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।তরুণদের দক্ষতা, নেতৃত্ব ও সচেতনতা গড়ে তুলতে কাজ করা এই যুবভিত্তিক সংগঠনটি স্বল্প সময়ের মধ্যেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে। ওয়াইবিসি তরুণদের বাস্তবভিত্তিক দক্ষতা অর্জন, তা বাস্তবে প্রয়োগের সুযোগ সৃষ্টি এবং সমাজে ইতিবাচক পরিবর্তনে সক্রিয় ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করে আসছে। গত দুই বছরে সংগঠনটি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পাঁচ হাজারেরও বেশি তরুণের সঙ্গে সম্পৃক্ত হয়েছে এবং ৪০টির বেশি ইভেন্টের আয়োজন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কুদরত-ই-জাহান। বিশেষ অতিথি ছিলেন কন্টেন্ট ক্রিয়েটর আসাদুজ্জামান জয়, ডিভাইন কনসাল্টেন্সির প্রতিষ্ঠাতা জাহিদ হাসান মিলু, কানেক্ট স্টুডিওর প্রতিষ্ঠাতা মো. নাসিম উদ্দিন, আকবরিয়ার সিইও সিদ্দিকুর রহমান, সুখের খামারের প্রতিষ্ঠাতা জোবাইয়ের ইসলাম, জেসিআই বগুড়ার প্রেসিডেন্ট সাদমান বিন সামাদ,স্বপ্নপূরণ স্কুলের প্রতিষ্ঠাতা সমাজসেবাকর্মী মিজানুর রহমান,ভিটিউটরের প্রতিষ্ঠাতা মুত্তাকী ফারুক ও শিক্ষক আমিনুল ইসলাম মানিকসহ অন্যান্য বিশিষ্টজন।

অনুষ্ঠানের মূল পর্বে ওয়াইবিসি’র গত দুই বছরের কার্যক্রম ও অর্জন তুলে ধরা হয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা ও লক্ষ্য সবার সামনে উপস্থাপন করা হয়। এ সময় সংগঠনটির নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। নতুন কমিটিতে কোর লিড ও আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুশফিক তালুকদার নিলয়। প্রোগ্রাম অ্যান্ড লার্নিং লিড হিসেবে মিরাব্বী হাসান ছিয়াম, অপারেশন অ্যান্ড ডিসিপ্লিন লিড হিসেবে রাফিউল হাসান রাতুল এবং কমিউনিটি অ্যান্ড চ্যাপ্টার লিড হিসেবে তাহমিদা সানজিম মনোনীত হন।