দুপচাঁচিয়ায় চ্যাঞ্চল্যকর হত্যা মামলায় আরও ২জন আসামী গ্রেপ্তার
দুপচাঁচিয়ায় লোটো শো-রুমের ম্যানেজার পিন্টু আকন্দকে অপহরনের পরহত্যার ঘটনায় আরও দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেনআদমদীঘি উপজেলার জিনইর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে বাবুল(৪৫) ও একইগ্রামের ময়েন উদ্দিনের ছেলে এনামুল হক(৪০)। গত ২৩ডিসেম্বর মঙ্গলবার রাতেগোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায়পুলিশ এখন পর্যন্ত ৪জন আসামীকে গ্রেপ্তার করেছেন।মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রায়হান কবির জানান, গ্রেপ্তারকৃতগাড়ির চালক সানোয়ার হোসেন ও তার সহযোগী সাকিবকে আদালতে হাজিরকরে রিমান্ড চাওয়া হলে বিজ্ঞ আদালত তাদের ৫দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
