Joy Jugantor | online newspaper

দুপচাঁচিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৯, ১৯ মার্চ ২০২৫

আপডেট: ১৫:২৯, ১৯ মার্চ ২০২৫

দুপচাঁচিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন

দুপচাঁচিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন

দুপচাঁচিয়ায় ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ/২০২৪-২৫ মৌসুমে গ্রীষ্মকালীনতিল ও উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝেপ্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

 আজ বুধবার ( ১৯মার্চ)সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দুপচাঁচিয়ার আয়োজনে উপজেলাপরিষদ চত্বরে এ বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহীঅফিসার শাহরুখ খান। এসময় উপজেলা কৃষি অফিসার সাজেদুল আলম, অতিরিক্ত কৃষিঅফিসার সালমা আকতার সহ উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এদিনউপজেলার ২’শ ৭০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ১০কেজি ডিএপি সার, ১০কেজিএমওপি সার ও ৫কেজি উফশী আউশ ধানের বীজ এবং ২০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরমাঝে ১০কেজি ডিএপি সার, ৫কেজি এমওপি সার ও ১কেজি তিলের বীজ বিতরণ করা হয়।