
শুক্রবার শাজাহানপুরে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন ভিপি সাজেদুর রহমান সাহিন।
বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহিন বলেছেন, স্বাধীনতা বিরোধীরা যতই ষড়যন্ত্র করুক না কেন সব বাঁধা উপেক্ষ করে শেখ হাসিনা সরকারের দেশব্যাপি চলমান উন্নয়ন থামাতে পারবে না। বিদেশীদের কাছে নালিশ করে কোন লাভ হবেনা। দেশের মানুষ উন্নয়ন চায়।
শুক্রবার বগুড়া শাজাহানপুরের আমরুল ইউনিয়ন পরিষদ চত্বরে আমরুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপি এক দফা আন্দোলনের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। তাদের কোন আন্দোলন সংগ্রাম দেশের জনগণ সমর্থন করে না। বিএনপি-জামাতের সকল ষড়যন্ত্র রুখে দিতে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা সব সময় মাঠে থাকবে।
সম্মেলনের উদ্বোধন করেন শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি একেএম জিয়াউল হক জুয়েল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল হক আরজু, আমরুল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বিমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবু জাফর সিদ্দিক রিপন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক নুরুল আমিন শিশির, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক পল্লী ওমর ফারুক। বিশেষ বক্তার বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান। আমরুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আপেল মাহমুদ নোমানের সভাপতিত্বে সম্মেলনে আমন্ত্রিত অতিথি ছিলেন ইনছান আলী, রবিউল ইসলাম, ওহাবুজ্জামান নাইম, আব্দুল্লাহ্ আল কুদ্দুস, একেএম ইজহারুল হক জিহাদ, জহুরুল ইসলাম রিপন, নাজমুল হাসান, লিটন শেখ, ইমরান হোসেন প্রমুখ। এ রিপোর্ট লেখা পর্যন্ত সম্মেলন চলছিল।