Joy Jugantor | online newspaper

রিজভীর শারীরিক অবস্থার উন্নতি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:২৮, ৬ এপ্রিল ২০২১

রিজভীর শারীরিক অবস্থার উন্নতি

ছবি সংগৃহীত

রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার।

মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে তিনি বলেন, হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন রুহুল কবির রিজভীর অক্সিজেন স্যাচুরেশন কিছুটা উন্নতি হয়েছে।

সার্বিক অবস্থাও ভালো। তার জ্বর নেই, কাশিও কমেছে। প্রতিদিন এক্সরে করে তার ফুসফুসের অবস্থা দেখা হয়। আজকের এক্সরের রিপোর্ট আরেকটু ভালো পাওয়া গেছে। তিনি স্বাভাবিক খাবার খাচ্ছেন। তার রোগ মুক্তির জন্য দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আরিফুর রহমান তুষার।

গত ১৬ মার্চ রুহুল কবির রিজভীর করোনা পজিটিভ রিপোর্ট আসে। ১৭ মার্চ তিনি স্কয়ার হাসপাতালে ভর্তি হন। গত ৫ দিন আগে তার শারীরিক অবস্থা কিছুটা অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।