Joy Jugantor | online newspaper

বগুড়ায় ‘কৃষ্ণপক্ষ ঢেকে ফেলেছে তোমাকে’ বইয়ের মোড়ক উন্মোচন 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৩, ২২ আগস্ট ২০২২

বগুড়ায় ‘কৃষ্ণপক্ষ ঢেকে ফেলেছে তোমাকে’ বইয়ের মোড়ক উন্মোচন 

বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।

বগুড়ায় আড়ম্বরপূর্ণ আয়োজনে সাংবাদিক মাজেদ রহমানের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘কৃষ্ণপক্ষ ঢেকে ফেলেছে তোমাকে’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। সোমবার শহরের রোচাস রেস্টুরেন্ট হল রুমে বইটির মোড়ক উন্মোচন করা হয়। 

এ সময় বইয়ের উন্মোচন করেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টি এম এস এস এর নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম, বিশিষ্ট কবি এবং প্রাবন্ধিক বজলুর করিম বাহার, কবি ও প্রাবন্ধিক শোয়েব শাহরিয়ার, কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান, ভারতের কবি এবং সমাজসেবক বিশ্বনাথ লাহা, সুরুজ দাস। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জয়পুরহাট সাহিত্য আকাশের সভাপতি কবি আহম্মেদ মকবুল মুকুল, কবি কুইন মন্ডল, নূরুল ইসলাম রাঙ্গা, কবি মনসুর রহমান বাবু, লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব কবি রবিউল ইসলাম সোহেল, সাংবাদিক আব্দুর রহিম বগড়া প্রমুখ।, অনুষ্ঠান পরিচালনা করেন  সম্মিলিত সাংস্কৃতিক জোটের দপ্তর সম্পাদক সাংবাদিক আব্দুল আলিম। বগুড়াস্থ জয়পুরহাট কল্যান সমিতির সভাপতি আহসানুজ্জামান চৌধুরী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।