Joy Jugantor | online newspaper

শিবগঞ্জে বিভ্রান্তিমূলক

তথ্য প্রকাশের  প্রতিবাদে ভূক্তভোগী গৃৃহবধূর সংবাদ সম্মেলন

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩০, ২ মে ২০২৪

তথ্য প্রকাশের  প্রতিবাদে ভূক্তভোগী গৃৃহবধূর সংবাদ সম্মেলন

গতকাল বৃহস্পতিবার পিরব ইউনিয়নের জানগ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গৃহবধূ বেলী বিবি।

বগুড়ার শিবগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য প্রকাশের প্রতিবাদে ভুক্তভোগী এক গৃহবধূ সংবাদ সম্মেলন করেছে।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় পিরব ইউনিয়নের জানগ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গৃহবধূ বেলী বিবি বলেন, আমার স্বামী একজন মালয়েশীয়া প্রবাসী। স্বামী বাড়িতে না থাকায় আমার শ্বাশুড়ী ও ভাসুর নিজেদেন স্বার্থ হাসিলের জন্য প্রতিবেশীদের নিকট আমার বিরুদ্ধে বিভিন্ন কুৎসা রটাচ্ছে এবং আমার স্বামীকে বিদেশে মিথ্যা তথ্য পাঠিয়ে আমাকে ছোট করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

আমার স্বামী না বুঝেই অন্যের কথায় প্ররোচিত হয়ে স্থানীয় একজন সংবাদিকদের সাথে মুঠোফোনে আমার বিষয়ে কিছু কথাবার্তা বলেছে। আমার স্বামীর বলা কথাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে আমাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি কুচক্রি মহল। 

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বর্তমানে আমার স্বামী আমাকে কোন ভরণ পোষণ দেয় না। আমি অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছি। সেলাই মেশিন চালিয়ে ও ছিট কাপড় বিক্রি করে আমার ছেলে, ছেলের বউ, মেয়ে ও নাতি নাতনীদের অতি কষ্টে জীবন যাপন করছি। বুড়িগঞ্জ এলাকার ব্যবসায়ী আব্দুর রহিম ও আমাকে জড়িয়ে যা প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।

প্রকৃতপক্ষে তার সাথে আমার ব্যবসায়ীক সম্পর্ক ছাড়া অন্য কোন সম্পর্ক নেই। যদি আমার বিরুদ্ধে কেউ বস্তুনিষ্ঠ বা সঠিক কোন প্রমাণ উপস্থাপন করতে পারে তাহলে তা আমি মাথা পেতে নিবো।

যেহেতু কারো সাথে আমার অনৈতিক কোন সম্পর্ক নেই সেহেতু আমি কারো কথায় কর্ণপাত করছিনা।

যারা আমার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে তাদেরকে এখনো সংশোধন হওয়ার সময় দিচ্ছি। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শান্তি বেগম, বুলি বেগমসহ তার প্রতিবেশীরা।