Joy Jugantor | online newspaper

র‌্যাব হেফাজতে নারীর মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ০২:২৯, ২৯ মার্চ ২০২৩

র‌্যাব হেফাজতে নারীর মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

ছবি- জয়যুগান্তর।

র‌্যাব হেফাজতে নওগাঁয় ইউনিয়ন ভূমি কার্যালয়ের অফিস সহকারি সুলতানা জেসমিনের অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়। 

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাসদ জেলা শাখার আহ্বায়ক জয়নাল আবেদিন মুকুল।

এসময় বীর মুক্তিযোদ্ধা আলতাফুর হক চৌধূরী আরব, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি কালিপদ সরকার ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মিজানুর রহমান।

মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা আলতাফুর হক চৌধূরী আরব বলেন, ‘এ ঘটনার বিচার তো কিছুই নাই। সুলতানা জেসমিনকে নিয়ে যা হয়েছে তা একটা রাষ্ট্রিয় সন্ত্রাস। এজন্য রাষ্ট্র প্রধানকে গদিচ্যুত করতে হবে। এজন্য আমাদের রাজপথে নেমে লড়াই জিততে হবে। এ লড়াইয়ে আমরা যদি জিততে না পারি তাহলে একটার পর একটা ঘটনা ঘটতে থাকবে। আর মানববন্ধন হতেই থাকবে।’

মানবাধিকার লঙ্ঘন হয়েছে জানিয়ে বাসদের জেলা সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল বলেন, ‘সুলতানা জেসমিন যদি অন্যায় করে থাকে আইনের ধারা অনুযায়ী তার বিচার করা হবে। শুধুমাত্র অভিযোগের ভিত্তিত্বে আটক করা হয়েছিল। আটকের পর তাকে কোন থানা বা র‌্যাব ক্যাম্পে নিয়ে যাওয়া হয়নি। আমরা তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে পেয়েছি।’

র‌্যাবের বিরুদ্ধে তিনটি অভিযোগ তুলে ধরে তিনি বলেন, ‘সুলতানা জেসমিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা না থাকার পরও গ্রেফতার করা হয়েছিল। একজন আসামিকে গ্রেফতার করার জন্য উচ্চ আদালতে যে আইন আছে, নির্দেশনা আছে, সেই উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করেছে র‌্যাব। সুতরাং তারা আদালতকে অবমাননা করেছে। এর বাইরে দেশের যে প্রচলিত আইন আছে সেই আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে র‌্যাব সুলতানা জেসমিনকে নওগাঁ শহর থেকে তুলে নিয়ে গিয়েছে। যা মানবাধিকার এবং গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন করা হয়েছে। আইনের শাসনের প্রতি তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে।’