
গ্রেপ্তার মিজানুর৷
বগুড়ায় ৩৫০ পিস ইয়াবাসহ মিজানুর রহমান (৩২) গ্রেপ্তার করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বৃহস্পতিবার বিকেল পৌণে ৬টার দিকে শহরের গোদারপাড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করে।
মিজানুর দুপচাঁচিয়া উপজেলার সুনুল্লা মামুদপুর গ্রামের মৃত গফুর মোল্লার ছেলে।
শুক্রবার বগুড়া ডিবি পুলিশের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব বিষয় নিশ্চিত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার মিজানুরের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।