Joy Jugantor | online newspaper

সান্তাহার স্টেশনে ১৮ পিস অ্যাম্পুলসহ গ্রেপ্তার যুবক 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ০৬:১০, ১৪ মে ২০২২

সান্তাহার স্টেশনে ১৮ পিস অ্যাম্পুলসহ গ্রেপ্তার যুবক 

গ্রেপ্তার রুহুল আমিন সাগর

বগুড়ার আদমদীঘির সান্তাহার জংশন স্টেশনে রুহুল আমিন সাগর (৩৯) নামের এক মাদক কারবারিকে ১৮ পিস নেশার অ্যাম্পুল ইঞ্জেকশানসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সাগর নওগাঁর আত্রাই উপজেলার তেতুঁলিয়া গ্রামের মৃত আবদুস সাত্তার খাঁনের ছেলে। 

শনিবার দুপুর ২টায় উপজেলার সান্তাহার রেলওয়ে বুকিং অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তাার করা হয়। ওই দিন বিকালে তার বিরুদ্ধে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান, চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা এক্সপ্রেস আন্ত:নগর ট্রেনে একব্যক্তি বিক্রির উদ্দেশ্যে মাদক বহন করছিল। ট্রেনটি সান্তাহার রেলস্টেশনের ৩ নম্বর প্লাটফরমে এসে দাঁড়ালে ওই ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে ‘ঘ’ বগি থেকে নেমে দৌঁড়ে পালানোর চেষ্টা করে।

বেলা ২টা ১০ মিনিটে বুকিং অফিসের সামনে থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ সময় তার দেহ তল্লাশী করে প্যান্টের পিছনের পকেট থেকে ১৮পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইঞ্জেকশন উদ্ধার করা হয়।