Joy Jugantor | online newspaper

বজ্রাপাতে ৩ জনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৩, ১০ জুন ২০২১

বজ্রাপাতে ৩ জনের মৃত্যু

প্রতীকী ছবি।

রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ সদর ও নাচোল উপজেলার বজ্রপাতে দু’জন আম ব্যবসায়ী ও এক শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। 
বৃহস্পতিবার  বিকেলে হালকা ঝড় ও বজ্রসহ বৃষ্টির মধ্যে বজ্রপাতের শিকার হয়ে মারা যান ওই তিন জন।

মৃতরা হলেন,চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড শংকরবাটি হাটপাড়া এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে মেসবাহুল হক মেসু (৪৫), একই ওয়ার্ডের শংকরবাটি সাজিরুদ্দিন মন্ডলপাড়া মহল্লার মৃত দাউদ আলী ওরফে লেরুর ছেলে আব্দুর রহমান (৬০) ও নাচোলের আলিশাপুর গ্রামের আব্দুর রহমানের মেয়ে ফারজানা (১০)।

বিকেল ৫টার দিকে নিজস্ব ক্রয়কৃত আম বাগানে কর্মরত অবস্থায় বজ্রপাতে ঘটনাস্থলে ওই দু’জন ব্যবসায়ী মারা যান।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন মৃত্যু দু’টি নিশ্চিত করেছেন। এদিকে নাচোল  থানার অফিসার ইনচাজর্ (ওসি) সেলিম রেজা বলেন,বাড়ির কাছে হাঁস আনতে গিয়ে ঘটনাস্থলে বজ্রপাতে মারা যায় ফারজানা।