Joy Jugantor | online newspaper

যৌথবাহিনীর অভিযানে মাদকসহ বাবা ছেলে গ্রেফতার 

প্রকাশিত: ১৬:২৮, ১৫ জুলাই ২০২৫

যৌথবাহিনীর অভিযানে মাদকসহ বাবা ছেলে গ্রেফতার 

 

 

বাংলাদেশ সেনাবাহিনী সারিয়াকান্দি সেনা ক্যাম্পের চলমান যৌথবাহিনীর অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী বাবা ছেলেকে আটক করা হয়েছে। সোমবার দিবাগত রাতে ক্যাপ্টেন আরাফাত এবং ওয়ারেন্ট অফিসার আতিকুর রহমানের নেতৃত্বে গাবতলী উপজেলায় যৌথবাহিনীর চলমান অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গাবতলী উপজেলার বাইগুনি এলাকার আতাউর ও তার ছেলে মেহেদীর কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ তাদের আটক হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আতাউরকে ২ হাজার টাকা জরিমানা ও ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ছেলে মেহেদীকে ৫'শত টাকা জরিমানা ও ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন গাবতলী উপজেলা নির্বাহী অফিসার।