নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট ঘোষণা বিসিবির, আন্দোলনের ডাক ক্রিকেটারদের
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে প্রথম বিভাগ ক্রিকেট বয়কট করেছে আটটি ক্লাব। এই পরিস্থিতিতে প্রতিশ্রুতি অনুযায়ী বয়কটকারী ক্লাবের ক্রিকেটারদের পাশাপাশি বিপিএল নিলামে দল না পাওয়া ক্রিকেটারদের নিয়ে নতুন একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে বিসিবি। টুর্নামেন্টটির নাম দেওয়া হয়েছে ‘সোনার বাংলা পাথওয়ে’।এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, জানুয়ারির প্রথম সপ্তাহে ৬ থেকে ৮টি দল নিয়ে টুর্নামেন্টটি শুরু হবে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বগুড়া ও রাজশাহী স্টেডিয়ামে। দল গঠন করবেন জাতীয় নির্বাচকেরা।বিসিবির ভাষ্য অনুযায়ী, ক্লাব ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি লিগের বাইরে থাকা ক্রিকেটারদের জন্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ তৈরি করতেই এই উদ্যোগ। টুর্নামেন্টে অংশ নেওয়া ক্রিকেটারদের পারিশ্রমিকও দেবে বোর্ড।
তবে বিসিবির এই সিদ্ধান্তেও সন্তুষ্ট নয় ক্রিকেটার্স ওয়ালফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। সংগঠনটি আগামীকাল বিসিবির ২ নম্বর গেটের সামনে মানববন্ধন করার ঘোষণা দিয়েছে। বিসিবির সিদ্ধান্তের পরও আন্দোলনের কর্মসূচিতে অনড় থাকার কথা জানিয়েছেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন।আজ মোহাম্মদ মিঠুন বলেন, “শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা তো বাংলাদেশে প্রচলিত প্রথা। আই ওয়াশ করার জন্য একটা কিছু করছে বিসিবি।”তার দাবি, এই টুর্নামেন্ট হলেও অনেক ক্রিকেটারই খেলার সুযোগ পাবেন না। বঞ্চিত ক্রিকেটারদের দাবিতে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তিনি। তিনি বলেন, “মানববন্ধন দিয়ে শুরু হচ্ছে। দ্রুত সমাধান না হলে ধাপে ধাপে কর্মসূচি চলবে।”
এদিকে একটি সূত্র জানায়, প্রথম বিভাগে খেলতে না পারা ক্রিকেটারদের নিয়ে বিসিবির পক্ষ থেকে উদ্যোগ না থাকায় জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ক্ষোভ প্রকাশ করেছেন। গতকাল রাতে ক্রিকেটারদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো ভয়েস মেসেজে তিনি ব্যক্তিগত চিন্তা বাদ দিয়ে ক্রিকেটারদের স্বার্থে ‘কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে’ বলে মন্তব্য করেন। কোয়াব সভাপতির সঙ্গে কথা বলে ক্রিকেটারদের জন্য “কিছু একটা করার ব্যবস্থা” নিতেও আহ্বান জানান তামিম।প্রসঙ্গত, বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদকে ‘অবৈধ’ দাবি করে ৪৩টি ক্লাব ঢাকার লিগগুলোতে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে। এর মধ্যে আটটি ক্লাব ইতোমধ্যে প্রথম বিভাগ ক্রিকেট বয়কট করেছে।গত কয়েক মাসে বিসিবির পক্ষ থেকে একাধিকবার আলোচনার উদ্যোগ নেওয়া হলেও, বর্তমান বোর্ডের অধীনে কোনো টুর্নামেন্টে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে ক্লাবগুলো।
