দাপুটে জয়ে বিপিএল শুরু ‘হট ফেভারিট’ রংপুর রাইডার্সের
এবারের বিপিলের অন্যতম ‘হট ফেভারিট’ রংপুর রাইডার্স। দাপুটে জয় দিয়ে আসর শুরু করেছে দলটি। দুর্দান্ত বোলিংয়ের পর লিটন-মালানের ব্যাটে ভর করে দাপুটে জয় পেয়েছে রংপুর। নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রামকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে নুরুল হাসান সোহানের দল। সোমবার (২৯ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠান রংপুরের অধিনায়ক সোহান। আগে ব্যাট করতে নেমে ১৭ ওভার ৫ বলে মাত্র ১০২ রানে অলআউট হয়ন চট্টগ্রাম।
একাই ৫ উইকেট তুলে নিয়ে চট্টগ্রামের ব্যাটিং লাইন ধসিয়ে দেন পাকিস্তানের পেসার ফাহিম আশরাফ। দলের পক্ষে সর্বোচ্চ ২০ বলে ৩৯ রান করে নাইম শেখ। এছাড়া মির্জা বেগ করেন ২৪ বলে ২০ রান।১০৩ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে রংপুরকে দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার লিটন দাস ও দাউদ মালান। ৯১ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তাদের ব্যাটেই মূলত জয়ের ভীত পায় রংপুর। তবে এরপর দ্রুতই তিন উইকেট হারায় রংপুর। লিটন ৩১ বলে ৪৭, মালান ৪৮ বলে ৫১ ও তাওহিদ হৃদয় ৩ বলে মাত্র ১ রান করে সাজঘরে ফিরে যান। তবুও ৩০ বল হাতে রেখে জয় পায় রংপুর।
