বার্সার বিরুদ্ধে রিয়ালের কোটি ইউরোর মামলা
মাঠের লড়াইয়ে আগুন ঝরানো 'এল ক্লাসিকো' এবার আদালতের দরজায়। নেগ্রেইরা কেলেঙ্কারিতে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে আইনি ব্যবস্থা নিয়ে কোটি ইউরো ক্ষতিপূরণ দাবি করেছে ক্লাবটির চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। মাদ্রিদের পত্রিকা এএস জানিয়েছে, বড়দিনের আগের রাতে আদালতে একটি বিস্তারিত আইনি আবেদন জমা দিয়েছে রিয়াল মাদ্রিদ। তাতে ২০১০ থেকে ২০২১ সালের মধ্যে বার্সেলোনার সব ইনভয়েস, অডিট রিপোর্ট, বাজেট ও আর্থিক বিবরণীর মোট ৬২৫টি নথি দাবি করেছে তারা। এই নথিগুলো নেগ্রেইরা কেলেঙ্কারির টাকার উৎস ও ব্যবহার খুঁজে বের করার জন্য গুরুত্বপূর্ণ। কেলেঙ্কারিটির সূচনা ২০২৩ সালে। জানা যায়, ২০০১ থেকে ২০১৮ সালের মধ্যে কিছু প্রতিষ্ঠানে মোট ৮.৪ মিলিয়ন ইউরো পরিশোধ করেছে বার্সেলোনা। যেখানে যুক্ত ছিলেন সাবেক লা লিগা রেফারি হোসে মারিয়া এনরিকেজ নেগ্রেইরা।
প্রাথমিকভাবে বার্সেলোনার বিরুদ্ধে ঘুষের অভিযোগ আনা হয়। তবে ২০২৪ সালে সেই অভিযোগ বাতিল করা হয়। আদালতের মতে, নেগ্রেইরা সে সময় কোনো সরকারি পদে কর্মরত ছিলেন না। এরপর মামলাটি চলে যায় ক্রীড়া দুর্নীতির ধারায়। সেই তদন্ত এখনো চলমান। বরাবরই সেসব অভিযোগ অস্বীকার করেছে বার্সেলোনা। তাদের দাবি, নেগ্রেইরাকে 'পরামর্শক' হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে রিয়াল মাদ্রিদের মতে, এসব আর্থিক লেনদেন শুধু পরামর্শের জন্য নয়। বরং রেফারিদের প্রভাবিত করে প্রতিযোগিতামূলক সুবিধা পাওয়ার প্রচেষ্টার অংশ ছিল। তাদের ধারণা, বার্সেলোনা যদি কোনোভাবে রেফারিদের সহানুভূতি পেয়ে থাকে, তবে তাদের অনেক সাফল্যই অন্যায্য ছিল। যা মাদ্রিদের শিরোপা, রাজস্ব ও ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। তাইতো রিয়াল মাদ্রিদ শুধু তদন্তের ফলাফল জানতে চায় না, সেই সঙ্গে ক্ষতিপূরণও চায়। এই ক্ষতিপূরণের পরিমাণ 'মাল্টি-মিলিয়ন ইউরো'। এই আইনি লড়াইয়ের নেতৃত্বে রয়েছেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। সম্প্রতি একাধিক বক্তৃতায় ইউরোপীয় ফুটবলে ন্যায্যতার প্রশ্ন তুলে সরাসরি বার্সেলোনাকে অভিযুক্ত করেছেন তিনি। অন্যদিকে, আদালতে বার্সেলোনা সভাপতি জোয়ান লাপোর্তাকে জেরা করেছেন রিয়ালের নিযুক্ত আইনজীবীরা।
ৃ
