শান্তি চুক্তিতে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের স্বাক্ষর চান জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে যে কোনো পরিকল্পনায় ইউক্রেন, রাশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্র— এই চার পক্ষের স্বাক্ষর থাকা উচিত।সোমবার (২৯ ডিসেম্বর) জেলেনস্কি সাংবাদিকদের বলেন, যে কোনো পরিকল্পনাই হোক না কেনো, এই চার পক্ষের স্বাক্ষরে অনুমোদিত হতে হবে।তিনি আরও বলেন, কিয়েভ আশা করছে, চুক্তির পথে ‘দ্রুত অগ্রসর হতে’।
এদিকে, শান্তি চুক্তি হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে ১৫ বছরের জন্য 'নিরাপত্তা গ্যারান্টি' দেবেন বলে জানিয়েছেন জেলেনস্কি। তবে তিনি ৩০-৫০ বছরের জন্য গ্যারান্টি চান।বিষয়টি এখনো প্রস্তাবিত জানিয়ে তিনি বলেন, 'এই নথিটি ১৫ বছরের জন্য বৈধ, যার মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আমি প্রেসিডেন্টের (ট্রাম্প) কাছে বিষয়টি উত্থাপন করেছি। আমি তাকে বলেছি, প্রায় ১৫ বছর ধরে চলছে...এই কারণেই আমরা সত্যিই দীর্ঘমেয়াদী গ্যারান্টি পেতে চাই।'তিনি আরও বলেন, 'আমি তাকে বলেছি, আমরা ৩০-৪০ অথবা ৫০ বছরের জন্য গ্যারান্টির সম্ভাবনা বিবেচনা করতে চাই। প্রেসিডেন্ট (ট্রাম্প) বলেছেন, তিনি এটি নিয়ে ভাববেন।'
