Joy Jugantor | online newspaper

জয়পুরহাটে হ্যান্ডবল লীগের উদ্বোধন

জয়পুরহাট প্রতিনিধি 

প্রকাশিত: ১৪:১৩, ২৬ সেপ্টেম্বর ২০২২

জয়পুরহাটে হ্যান্ডবল লীগের উদ্বোধন

উদ্বোধন করা হচ্ছে।

জয়পুরহাটে হ্যান্ডবল লীগের উদ্বোধন করা হয়েছে।

সোমবার  বেলা সাড়ে ১১টার দিকে জেলা স্টেডিয়ামে ক্রীড়া সংস্থা ও মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ খেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিউদ্দিন জাহাঙ্গীর।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) তরিকুল ইসলামের (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোরশেদুল আলম লেবু, মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শাম্মীম আজিজ সাজ, জেলা ক্রীড়া অফিসার মো. আরিফুজ্জামান প্রমুখ।

হ্যান্ডবল খেলায় ছেলেদের ২৪ টি ক্লাব ও মেয়েদের ১২টি দল অংশগ্রহণ করবে। আগামী ১৫ দিন ব্যাপী চলবে এই খেলা।