Joy Jugantor | online newspaper

বগুড়ায় খোলা খাবার বিক্রি করায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ১৩:৩২, ২৬ সেপ্টেম্বর ২০২২

বগুড়ায় খোলা খাবার বিক্রি করায় জরিমানা

অভিযান।

বগুড়ায় খোলা খাবার বিক্রি এবং প্যাকেটের ওজন বেশি থাকায় ছয় ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

সোমবার সকালে সদরের ফতেহ আলী ব্রিজ এলাকায় এই অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের বগুড়া কার্যালয়ে সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

ইফতেখারুল  আলম রিজভী জানান, খোলা মিষ্টান্ন বিক্রি এবং প্রতারণার উদ্দেশ্যে প্যাকেটের ওজন বৃদ্ধি করায় ৬ ব্যবসায়ীকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে স্বাদ সুইটস, দিয়া মনি হোটেল, আবুল হোটেল, সানামা মিষ্টি ও হাজি জিলাপি ঘরকে ১ হাজার করে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রঞ্জু ফল ঘরে অভিযান চালিয়ে আরও ২ হাজার টাকা জরিমানা করা হয়। ওই ফল ঘরে প্যাকেটের ওজন বেশি ছিল। অভিযানে আইন শৃঙ্খলা  রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।