Joy Jugantor | online newspaper

বিদেশি পিস্তল-গুলিসহ কুষ্টিয়া সীমান্তে আটক ইউপি সদস্য,

ভারতীয় মাদক উদ্ধার

ডেস্ক রিপোর্ট 

প্রকাশিত: ১২:২৭, ১৪ জুলাই ২০২৫

ভারতীয় মাদক উদ্ধার

কুষ্টিয়ায় বিদেশি পিস্তল-গুলিসহ কুষ্টিয়া সীমান্তে আটক ইউপি সদস্য,

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ আব্দুস সালাম (৪৮) নামে এক ইউপি সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।রোববার (১৩ জুলাই) মোহাম্মদপুর মাঠ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি এ অভিযান চালায়। পরে বিজিবির ৪৭ ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

আটক আব্দুস সালাম উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার ইউপি সদস্য এবং মোহাম্মদপুর  গ্রামের মৃত মওলা বক্সের ছেলে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক আব্দুস সালামের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল, পাঁচ কেজি ৭ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। বিজিবি জানিয়েছে উদ্ধারকৃত অস্ত্র ও মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৮৩ হাজার ৩৫০ টাকা।

এ বিষয়ে বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অস্ত্র ও মাদক চোরাচালান রোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা জানান, আটক ইউপি সদস্যের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।