রাজশাহীতে হিমাগারে রাখা হচ্ছে ভারতীয় আলু
ভারত থেকে আমদানি করা আলু রাজশাহীর হিমাগারে মজুত করা হচ্ছে! বস্তা পরিবর্তন করে দেশি আলুর সঙ্গে ভারতীয় আলু হিমাগারে রাখা হচ্ছে। হিমাগারের মজুতের চাহিদা পূরণে এ কাজ করা হচ্ছে। এদিকে রাজশাহীর বাজারে আলুর দাম বেড়েই চলেছে। মহানগরীর সবচেয়ে বড় কাঁচা বাজার সাহেববাজারে লাল রঙের আলুর কেজি ৬০ টাকায় উঠেছে। কয়েক দিন আগেও এই আলুর কেজি ৩৫ টাকায় বিক্রি হচ্ছিল।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্থানীয় সূত্র জানায়, এবার রাজশাহীতে ৩৫ হাজার হেক্টর জমিতে আলুর চাষাবাদ হয়েছে। গত বছর হয়েছিল ৩৬ হাজার ৫০০ হেক্টর জমিতে। গত বছর রাজশাহীতে আলু উত্পাদিত হয়েছিল ১০ লাখ টন। এবার আলু উত্পাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৯ লাখ টন। কিন্তু আলুর উত্পাদন হওয়ায় রাজশাহীর বেশ কিছু হিমাগারের চার ভাগের এক ভাগ ক্যাপাসিটি (সংরক্ষণের সক্ষমতা) খালি রয়েছে। ভারত থেকে আমদানি করা আলু দিয়ে সেই ক্যাপাসিটি পূরণ করা হচ্ছে।
সম্প্রতি পবা উপজেলার বায়া এলাকার হিমালয় হিমাগারে গিয়ে দেখা যায়, হিমাগারের সামনে শেডের সবটা জুড়ে প্লাস্টিকের লাল বস্তায় ভরা ভারতীয় আলু। আলুর বস্তার গায়ে লাগানো লেবেলে ভারতের বর্ধমানের ঠিকানা লেখা রয়েছে। আকারে বড় ঘিয়ে রঙের এই আলু শ্রমিককরা ভারতীয় বস্তা থেকে দেশীয় পাটের বস্তায় ভরছেন। এরপর সেগুলো হিমাগারের অভ্যন্তরে নিয়ে যাওয়া হচ্ছে।
এদিকে আমদানি করা ভারতীয় আলুর বস্তা পরিবর্তনের কাজ তদারক করছিলেন হিমাগারের ব্যবস্থাপক হারুন অর রশিদ। আমদানি করা ভারতীয় আলু মজুতের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, রাজশাহীতে এবার আলুর উত্পাদন কম হয়েছে। অক্টোবরের শেষের বৃষ্টির কারণে আলু ছোট হয়েছিল। তাদের হিমাগারের এক-চতুর্থাংশ খালি রয়েছে।