বিমানবন্দরে ভক্তদের ভিড়ে নাজেহাল থালাপতি বিজয়
দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার থালাপতি বিজয়কে নিয়ে ভক্তদের উন্মাদনা বরাবরই তুঙ্গে। তবে সেই উন্মাদনা এবার চেন্নাই বিমানবন্দরে গিয়ে রূপ নেয় অস্বস্তিকর ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে। ভক্তদের অতিরিক্ত ভিড় ও হুড়োহুড়িতে নাজেহাল হতে হয়েছে জনপ্রিয় এই অভিনেতাকে।ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, রোববার (২৮ ডিসেম্বর) রাতে মালয়েশিয়া থেকে চেন্নাই ফেরেন বিজয়। সেখানে তিনি তার আসন্ন ছবি ‘জননায়কন’-এর অডিও লঞ্চ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। প্রিয় তারকাকে একঝলক দেখার আশায় আগেই বিমানবন্দরে জড়ো হন হাজারো ভক্ত।টার্মিনাল থেকে বেরিয়ে গাড়ির দিকে এগোতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভিড়ের চাপে বিজয়ের হাঁটাচলাই কঠিন হয়ে পড়ে। উন্মত্ত ভক্তরা তার জামাকাপড় ধরে টানাটানি শুরু করলে একপর্যায়ে ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ার উপক্রম হয় তার।ভক্তদের চাপে তার পরনের পোশাক ছিঁড়ে যাওয়ার আশঙ্কাও দেখা দেয়। তবে দেহরক্ষীদের দ্রুত তৎপরতায় শেষ পর্যন্ত নিরাপদে গাড়িতে উঠতে সক্ষম হন এই সুপারস্টার।এ ঘটনা নতুন নয় বলেই মনে করছেন অনেকে। সম্প্রতি নিধি আগারওয়াল, হর্ষবর্ধন রানে ও সামান্থা রুথ প্রভুর সঙ্গেও প্রায় একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। কখনো হাত ধরে টানাটানি, কখনো পোশাক ছিঁড়ে যাওয়ার ঘটনা—ভক্তদের এমন উগ্র আচরণে তারকাদের নিরাপত্তা নিয়ে চলচ্চিত্র মহলে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
