Joy Jugantor | online newspaper

আদমদীঘিতে ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি 

প্রকাশিত: ২১:৩৪, ২২ জুন ২০২২

আপডেট: ২১:৪০, ২২ জুন ২০২২

আদমদীঘিতে ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

গ্রেপ্তার হওয়া বাবা-ছেলে।

বগুড়ার আদমদীঘিতে বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সান্তাহার পুরাতন বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সান্তাহার পৌর শহরের কলসা কোঁচকুড়িপাড়া মহল্লার রেজাউল করিম (৪৫) ও তার ছেলে নিয়ম হোসেন (২৪)।

এই ঘটনায় আদমদিঘী থানা পুলিশ বাবা ও ছেলের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে। এরপর বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

মামলা সূত্রে জানা যায়, কয়েকজন ব্যক্তি সান্তাহার পুরাতন বাজার এলাকায় একটি ফার্মেসীর সামনে বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল বিক্রি করছেন এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে পুলিশ অভিযান চালায়। এসময় বাবা ও ছেলেকে হাতেনাতে  ১৫ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার করা হয়। 

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, বুধবার দুপুরে গ্রেপ্তার বাবা ও ছেরের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।