Joy Jugantor | online newspaper

কালের সাক্ষী সীতারকোট বৌদ্ধ বিহার!

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৭:৩০, ৪ জুলাই ২০২১

কালের সাক্ষী সীতারকোট বৌদ্ধ বিহার!

সীতারকোট বৌদ্ধ বিহার

দিনাজপুরের নবাবগঞ্জে কালের সাক্ষী হয়ে আছে ঐতিহাসিক নিদর্শন সীতারকোট বৌদ্ধ বিহার। নবাবগঞ্জ জাতীয় উদ্যানসংলগ্ন ফতেপুর মাড়াষ মৌজায় এর অবস্থান।

প্রতিদিন দূর-দূরান্ত থেকে হাজার হাজার পর্যটক ও শিক্ষার্থীরা বিহারটি দেখতে আসেন। জনশ্রুতি রয়েছে রামের স্ত্রী সীতাকে পঞ্চবটী বনের গভীরে বনবাস দিয়ে তার থাকার জন্য তৈরি করে দেওয়া হয়েছিল একটি কুঠুরি। ঐ কুঠুরিই হলো সীতারকোট এমনটি দাবি স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের।

তবে সংস্কার না করায় সৌন্দর্যহীন হয়ে পড়ছে বিহারটি। উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান বলেন, সীতারকোট বিহার সংস্কার ও এর সৌন্দর্য বাড়ানোর লক্ষ্যে উদ্যোগ নেওয়া হবে।