
শুক্রবার সকালে পুলিশ লাইনের ড্রিলশেডে
পুলিশ সুপার জয়পুরহাট প্রথম ফিদে স্ট্যান্ডার্ড রেটিং আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট (বিলো ২০০০) এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৬ মে) সকালে পুলিশ লাইনের ড্রিলশেডে জেলা পুলিশের আয়োজন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
এ সময় পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশের রাজশাহীর রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মুহাম্মদ সাইফুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ খাজা সামসুল আলম, বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক প্রমুখ।
দাবা টুর্নামেন্টে দুই দিনব্যাপী চলমান থাকবে। দেশী-বিদেশীসহ মোট ১৪০ জন প্রতিযোগী অংশ গ্রহণ করবেন বলে জানিয়েছে আয়োজক কমিটি।