Joy Jugantor | online newspaper

বিশ্বকাপের পর নতুন কোচ নিয়োগ দেবে ভারত 

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৮:৪৩, ১০ মে ২০২৪

বিশ্বকাপের পর নতুন কোচ নিয়োগ দেবে ভারত 

ছবি: সংগৃহীত

চলতি বছরের জুনে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসন্ন এই বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সঙ্গে চুক্তি রয়েছে প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের। বিশ্বকাপ শেষে নতুন কোচ নিয়োগ দেবে বিসিসিআই। তাই আগামী কয়েক দিনের মধ্যেই ভারতের কোচ হতে আগ্রহী প্রার্থীদের থেকে আবেদন চাইবে প্রভাবশালী ক্রিকেট বোর্ড।

দীর্ঘ মেয়াদে কোচিং করাবে এমন একজনকেই খুঁজছে ভারত। সেইসঙ্গে দ্রাবিড় চাইলে তিনিও আবেদন করতে পারবেন। বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ এ নিয়ে বলেন, 'আমরা আগামী কয়েকদিন আগ্রহী প্রার্থীদের ডাকব। রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়ে এসেছে। তিনি যদি আবারও আবেদন করতে চান, তাহলে করতে পারেন।' 
 
তিনি আরও বলেন, 'তবে আমরা দীর্ঘমেয়াদি কোচ চাচ্ছি, যে অন্তত তিন বছর আমাদের সঙ্গে থাকতে পারবে। আমাদের বিভিন্ন সংস্করণে বিভিন্ন কোচ নেওয়ার নজির নেই। আমাদের সব সংস্করণে খেলা অনেক ক্রিকেটার আছে। শেষ পর্যন্ত সিদ্ধান্তটা নেবে ক্রিকেট পরামর্শক কমিটি। তাদের সিদ্ধান্ত আমি বাস্তবায়ন করব।'