
ছবি সংগৃহীত
আসছে জুনে পিএসজি ছেড়ে কিলিয়ান এমবাপ্পে যাবেন রিয়াল মাদ্রিদে, এমনই গুঞ্জন ভাসছে বাতাসে। বৈশ্বিক গণমাধ্যমগুলো রিয়ালে যাওয়ার বিষয়টি নিশ্চিতও করেছে। যদিও এখন এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি।
এ দিকে পিএসজি ছাড়ার আগে ক্লাবটিকে শিরোপা জেতানোর দৌড়ে আরেক ধাপ এগিয়ে গেলেন ফরাসি তারকা। গেল পরশু রাতে ফ্রেঞ্চ কাপের সেমিফাইনালে স্টেড রেঁনের বিপক্ষে মাঠে নামে পিএসজি। সেই ম্যাচে ১-০ গোলের জয় দিয়ে ফাইনাল নিশ্চিত করেন এমবাপ্পেরা।
এবার ফাইনালে আগামী ২৫ মে লিঁওর বিপক্ষে মাঠে নামবে লুইস এনরিকের শিষ্যরা। তাতে ক্লাবটি ছাড়ার আগে শিরোপা জেতার সুযোগ এসেছে ২০১৮ সালের বিশ্বকাপজয়ী তারকার সামনে।