Joy Jugantor | online newspaper

বাংলাদেশকে হতাশ করে তিনশ পেরিয়ে গেল নিউ জিল্যান্ড

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:৩৫, ৩০ নভেম্বর ২০২৩

বাংলাদেশকে হতাশ করে তিনশ পেরিয়ে গেল নিউ জিল্যান্ড

ছবি সংগৃহীত

তিনশ পেরিয়ে নিউ জিল্যান্ড
তৃতীয় দিনের শুরুতেই নিউ জিল্যান্ডকে গুটিয়ে দেওয়ার আশায় ছিল বাংলাদেশ। তবে বাংলাদেশকে হতাশ করে লিডের পথে এগিয়ে যাচ্ছে কিউইরা। দলকে এগিয়ে নিচ্ছেন টিম সাউদি ও কাইল জেমিসন। দুজনের জুটিতে এরই মধ্যে তিনশ ছুঁয়েছে নিউ জিল্যান্ড।

৯৮ ওভারে নিউ জিল্যান্ডের সংগ্রহ ৩১৩ রান। আর ৩ রানে পিছিয়ে আছে তারা। জেমিসন ২৩ ও সাউদি ৩২ রানে অপরাজিত। অবিচ্ছিন্ন জুটির সংগ্রহ ৫৯ রান।

৮ উইকেট হারিয়েও লিডের আশায় নিউ জিল্যান্ড
বাকি আছে শেষ ২ উইকেট, দল পিছিয়ে ৪৪ রানে। নতুন বলে দারুণ ছন্দে প্রতিপক্ষের স্পিনাররা। তবু নিজ দলের লেজের সারির ব্যাটসম্যানদের ওপর আস্থা রাখছেন নিউ জিল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধান কোচ লুক রনকি। তার মতে, এখনও লিড নিতে পারবে কিউইরা।

সিলেটে দ্বিতীয় দিনশেষে ৮ উইকেটে ২৬৬ রান নিয়ে খেলা শেষ করেছে নিউ জিল্যান্ড। বাংলাদেশের ৩১০ রান টপকানোর লক্ষ্য নিয়ে তৃতীয় দিন সকালে ব্যাটিংয়ে নামবেন দুই পেসার টিম সাউদি ও কাইল জেমিসন। এই দুজনের ব্যাটের দিকেই লিডের আশায় তাকিয়ে সফরকারীরা।

রনকি বলেন, ‘‘হ্যাঁ, অবশ্যই (লিড নেওয়া সম্ভব)। আমার তা-ই মনে হয়। এই বিশ্বাস থাকতে হবে যে, ভিন্ন পিচে আপনি কীভাবে ব্যাটিং করতে পারেন, কীভাবে খেলতে পারেন। আমাদের ব্যাটসম্যান এখনও যারা আছে, তাদের আন্তর্জাতিক ফিফটি রয়েছে। তাদের বিশ্বাস আছে, মাঠে গিয়ে কাজটা করার। ড্রেসিং রুমেও পরস্পরের প্রতির বিশ্বাস আছে। আমরা অবশ্যই তেমন কিছু করতে পারব।’

তৃতীয় দিনে স্পিনারদের দিকে তাকিয়ে বাংলাদেশ
সিলেট টেস্টের তৃতীয় দিনে স্পিনারদের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয় দিনে কেন উইলিয়ামসনের শতকের পরও ৪৪ রানে পিছিয়ে আছে কিউইরা। বাংলাদেশের স্পিনারদের সামনে দাঁড়াতেই পারেনি তারা। তৃতীয় দিনেও তাই স্পিনারদের ওপরই ভরসা করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

দ্বিতীয় দিনে নিউ জিল্যান্ডের ৮ উইকেটের সবকটি নিয়েছেন স্পিনাররা। এর মধ্যে তাইজুল ইসলাম একাই নিয়েছেন ৪ উইকেট। বাকিরাও সবাই এক উইকেট করে ঝুলিতে পুরেছেন। ফলে তৃতীয় দিনে বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছে স্পিন দিয়ে দ্রুতি ৮ উইকেট তুলে নিউ জিল্যান্ডকে বেঁধে ফেলা।

সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড ১ম ইনিংস (১ম দিন শেষে): ৮৪ ওভারে ২৬৬/৮ (লাথাম ২১, কনওয়ে ১২, উইলিয়ামসন ১০৪, নিকোলস ১৯, মিচেল ৪১, ব্লান্ডেল ৬, ফিলিপস ৪২, জেমিসন ৭*, সোধি ০, সাউদি ১*; শরিফুল ১১-২-৪৪-১, মিরাজ ১৯-৩-৫৭-১, তাইজুল ৩০-৭-৮৯-৪, নাঈম ২২-৩-৬১-১, মুমিনুল ২-১-২-১)

বাংলাদেশ ১ম ইনিংস: ৩১০/১০, ৮৫.১ ওভার (জয় ৮৬, জাকির ১২, শান্ত ৩৭, মুমিনুল ৩৭, মুশফিক ১২, শাহাদাত ২৪, মিরাজ ২০, সোহান ২৯, নাঈম ১২, তাইজুল ৮, শরিফুল ১৩; সাউদি ১৪-২-৪৩-১, জেমিসন ১৭-৫-৫২-২, প্যাটেল ২৪-১-৭৬-২, সোধি ১৪-১-৭১-১, ফিলিপস ১৬-১-৫৩-৪)