Joy Jugantor | online newspaper

৬০ বছর বয়সে ৬০ শ্যুটে স্বর্ণ জিতে আব্দুল্লাহর বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক 

প্রকাশিত: ১৯:২৩, ২৮ সেপ্টেম্বর ২০২৩

৬০ বছর বয়সে ৬০ শ্যুটে স্বর্ণ জিতে আব্দুল্লাহর বিশ্বরেকর্ড

নাম আব্দুল্লাহ আল-রাশিদি। বাড়ি কুয়েতে। বয়স তার ৬০ বছর। কিন্তু শ্যুটিংয়ে (স্কিট) এই বয়সেও হার না মানা এক নাম তিনি। আজ বুধবার এশিয়ান গেমসের পুরুষদের স্কিট (উড়ন্ত বস্তুকে শ্যুট করে লাগানো) শ্যুটিংয়ে ৬০টি শটের মধ্যে ৬০টিতেই টার্গেটে হিট করে বিশ্বরেকর্ড গড়ে স্বর্ণ জিতেন। এর আগে ১৯৯৮ সালে ভারতের অঙ্গদভীর সিং বাজওয়া ৬০/৬০ পারফেক্ট শ্যুট করে বিশ্বরেকর্ড গড়েছিলেন।

এটা ছিল আব্দুল্লাহর এশিয়ান গেমসে তৃতীয় স্বর্ণ। এর আগে তিনি ২০১০ ও ২০১৪ সালে স্বর্ণ জিতেছিলেন।

এই ইভেন্টে রৌপ্য জিতেছেন ভারতের অনন্ত জিৎ নারুকা। ৪০ মিনিটের লড়াইয়ে তিনি প্রথম ৪৩টি শ্যুটেই হিট করেন। ৪৪তম শ্যুটে গিয়ে মিস করেন। ভার্চুয়াল শ্যুটে অনন্ত ১৪টির ১৪টিতেই হিট করেন। কিন্তু দারুণ ধারাবাহিকতার কারণে আব্দুল্লাহ স্বর্ণ জিতে যান।

আব্দুল্লাহ অবশ্য আন্তর্জাতিক অঙ্গনে অনেক পদক জিতেছেন। ৩টি এশিয়ান গেমসের স্বর্ণ ছাড়াও তিনবার তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতেন স্কিটে। এছাড়া অলিম্পিকে তিনি দুই-দুইবার জিতেন ব্রোঞ্জ।

মজার বিষয় হলো- আজকে রৌপ্য জেতা ভারতের নারুকু যে বছর জন্মগ্রহণ করেন সে বছর আব্দুল্লাহ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে তার তৃতীয় স্বর্ণ জিতেছিলেন।