
সংগৃহীত ছবি।
পাকিস্তানের অধিনায়ক বাবর আজম শাহিন শাহ আফ্রিদির বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সঙ্গে ছিলেন সরফরাজ আহমেদ, শাদাব খান, নাসিম শাহসহ অনেকেই।
শুক্রবার পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির কন্যা আনশাকে বিয়ে করেন শাহিন আফ্রিদি। সেই বিয়ের জমকালো আয়োজনে পাকিস্তানের বর্তমান ও সাবেক খেলোয়াড়রা অংশ নেন।
পাকিস্তানের জনপ্রিয় ওয়েবসাইট প্রো-পাকিস্তাস সূত্র জানায়, শাহিন আফ্রিদির বিয়ের অনুষ্ঠানটি করাচির স্থানীয় একটি মসজিদে অনুষ্ঠিত হয়েছিল। সেখানে অধিনায়ক বাবর আজমসহ বর্তমানে কয়েকজন খেলোয়াড় শুভক্ষণে উপস্থিত ছিলেন। এসময় গত বছর পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির মেয়ে আনশার সঙ্গে বাগদান হওয়া তারকা শাহিন আফ্রিদিকে জড়িয়ে ধরে অভিনন্দন জানান বর্তমান অধিনায়ক বাবর। এ ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ বিশেষ অনুষ্ঠানে শাহিন আফ্রিদি অফ হোয়াইট শেরওয়ানি পরিধান করেছিলেন।
এদিকে বিয়ের আগে শাহিন আফ্রিদিকে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে হাঁটুতে প্রচণ্ড আঘাত পাওয়ায় পিএসএল ৮ এ পুর্ণ ফিটনেস অর্জন করতে অনেক ঘাম ঝরাতে হয়েছে।
সম্প্রতি ২২ বছর বয়সি এ তারকা ক্রিকেট থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাই পুনবার্সনের দিনগুলিকে স্মরণ করছেন। কিন্তু তিনি অতীতের খেলার স্মৃতি হাতড়িয়ে নিজেকে অনুপ্রাণিত করছেন আফ্রিদি।
অতীতের স্মৃতি স্মরণ করে নিজস্ব ইউটিউবে এ তারকা একটি ভিডিও বার্তায় বলেছেন, ক্রিকেট জীবনে এমন একটি সময় ছিল যখন আমি হাল ছেড়ে দিতে চেয়েছিলাম। আমার শুধু একটি পেশীতে কাজ করছিল এবং উন্নতি হচ্ছিল না। নিজেকে উৎরানোর সময় আমি প্রতিনিয়ত বলতাম, এটাই আমার জন্য যথেষ্ট। এর চেয়ে আমি আর বেশি করতে পারব না। কিন্তু তারপরও আমি ইউটিউবে আমার বোলিং দেখতাম এবং কতটা ভালো করেছি এবং সেটা আমাকে উৎসাহ জাগিয়ে তুলতো। পরে নিজেকে বলতাম, আরেকটু চাপ দিতে হবে। ফাস্ট বোলারের আঘাতের জন্য ক্রিকেট ছেড়ে দেওয়াটা আমার জন্য ব্যর্থতা হবে।
পিএসএলের অষ্টম আসর শুরু হবে ১৩ ফেব্রুয়ারি থেকে। সেখানে শাহিনের নেতৃত্বাধীন দল লাহোর কালান্দার্স মুলতান সুলতানদের বিপক্ষে খেলবে। গত বছর এ তারকা লাহোল কালান্দার্স কে প্রথম পিএসএল শিরোপা এনে দিয়েছিলেন। শুধু্ তাই নয়, বলিং ও ব্যার্টিং এ গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন এ পাকিস্তানি বোলিং কিং।