Joy Jugantor | online newspaper

মার্চে সাবিনা-সানজিদাদের প্রতিপক্ষ কম্বোডিয়া!

ডেস্ক রির্পোট

প্রকাশিত: ০৩:৫৮, ২৫ জানুয়ারি ২০২৩

মার্চে সাবিনা-সানজিদাদের প্রতিপক্ষ কম্বোডিয়া!

ফাইল ছবি ।

আগামী ২০২৪ সালে ফ্রান্সে হবে অলিম্পিক গেমস। গেমসে রয়েছে নারীদের ফুটবল ইভেন্ট। সেখানে গ্রুপ ‘বি’ তে সাফজয়ী বাংলাদেশের সঙ্গে রয়েছে- ইরান, মিয়ানমার ও মালদ্বীপ। আগামী ৩ এপ্রিল থেকে ১১ এপ্রিল হবে বাছাইপর্ব। তার আগে সাবিনা-সানজিদারা নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে। আগামী মার্চে কম্বোডিয়ার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।

বাছাইপর্বের ভেন্যু এখনও ঠিক হয়নি। বাফুফে চাইছে কম্বোডিয়াকে ঢাকায় এনে দুটি প্রীতি ম্যাচ খেলাতে। শুধু কম্বোডিয়া নয়, সিঙ্গাপুরও ছিল তাদের ভাবনায়। বাফুফের নারী উইং কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আগামী ফেব্রুয়ারিতে সিঙ্গাপুরে গিয়ে ম্যাচ খেলতে চেয়েছিলাম। কিন্তু সেখান থেকে সাড়া পাচ্ছি না। তাই মার্চে দেশে দুটি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছি। কম্বোডিয়ার সঙ্গে আলোচনা হয়েছে। আশা করছি, এটাই চূড়ান্ত হবে।’